
মোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকার বাসিন্দা মো. বেল্লাল হোসেন (৪০) ও মোঃ সগির (৫২)।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ৪৩৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর