
বিগত ২০২১ সালে শেরপুর জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল ফিকরুল উম্মাহ বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিন দিন বিস্তার লাভ করে এর কার্যক্রম এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। সংগঠনটি দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়ায় ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে অনলাইন প্লাটফর্মে পরামর্শ সবার মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বর্তমানে চট্রগ্রামের হাটহাজারী রেল স্টেশন সংলগ্ন সাব্বির ম্যানশনের নিচতলা থেকে ফিকরুল উম্মাহ বাংলাদেশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া শেরপুর জেলা সদরের গৌরিপুর এলাকায় তাদের কার্যালয় রয়েছে।
সুত্র জানায়, ইসলামের সঠিক বাণী প্রচার ও মানবিক সহায়তার লক্ষ্য নিয়ে ২০২১ সালে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে এক ক্রান্তিকাল মুহূর্তে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ফিকরুল উম্মাহ বাংলাদেশ দাওয়াহ, শিক্ষা, সমাজসেবা এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে আলোচিত হয়ে ওঠে। বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নবগঠিত কেন্দ্রীয় কমিটি মুসলিম ও অমুসলিম উভয়ের কল্যাণে দাওয়াহ্, শিক্ষা ও সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।
সাত সদস্য বিশিষ্ট ওই কেন্দ্রীয় কার্যকরী কমিটি যারা রয়েছেন:-
নির্বাহী পরিচালক পদে দাঈ মাওলানা সাকিব আল হাসান সাইফী, সহকারি নির্বাহী পরিচালক পদে আরিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে মুফতি আব্দুল্লাহ সাকিব, দাওয়াহ ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মুফতি আনিসুল রহমান হাসান এবং সমাজ ও সেবা বিষয়ক সম্পাদক পদে শেখ শরীফ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দাঈ মাওলানা সাকিব আল হাসান সাইফী বলেন, “আমরা চাই ইসলামের দাওয়াহ ও মানবিক সেবার মাধ্যমে প্রতিটি অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে। আমাদের লক্ষ্য কেবল মুসলিম উম্মাহ নয়। বরং অমুসলিমদের প্রতিও কল্যাণ পৌঁছে দেওয়া। এই দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পালন করতে চাই।”
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি দাওয়াহ ও সেবার কাজ আরও শক্তিশালী এবং বেগবান করে এগিয়ে নিয়ে যাবে।
* ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ*
* দাওয়াহ্ কার্যক্রম পরিচালনা করা।
* কুরআন-সুন্নাহ্ ভিত্তিক দ্বীনি জ্ঞান প্রচার ও প্রসার করা।
* ভ্রান্ত মতবাদ ও ভ্রান্ত ধর্মপ্রচার প্রতিরোধ করে মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া।
* পাহাড়ি ও প্রান্তিক অঞ্চলে ইসলাম প্রচার ও সুদৃঢ়করণ।
* শিক্ষা ও গবেষণা পরিচালনা করা।
* ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয়ে প্রজন্ম গড়ে তোলা।
* অনলাইন ও অফলাইনে ইসলামী শিক্ষা কার্যক্রম পরিচালনা।
* গবেষণামূলক কাজ ও বই প্রকাশের মাধ্যমে দাওয়াহকে শক্তিশালী করা।
* সামাজিক সেবা প্রদান করা।
* রোহিঙ্গা শিবির ও দরিদ্র মুসলিমদের পাশে দাঁড়ানো।
* প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে অংশগ্রহণ।
* এতিম, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ গ্রহণ।
* পিছিয়ে থাকা জনগোষ্ঠীদের মাঝে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।
* সারাদেশে পাহাড়ি এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্রদের মাঝে সহযোগিতা ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং প্রদান করা।
* অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন বেকার যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানের সুযোগ তৈরি।
* ছোট ছোট ব্যবসা ও উদ্যোগে সহায়তা দিয়ে স্বনির্ভরতা অর্জন।
* দারিদ্র্য বিমোচন ও মানবিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ।
* ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলা।
* মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।
* বিভক্তি ও মতভেদের পরিবর্তে ইসলামের পতাকাতলে সবাইকে একত্রিত করা।
সর্বোপরি “ফিকরুল উম্মাহ বাংলাদেশ” ইসলাম, শিক্ষা, সেবা ও কল্যাণের এক সমন্বিত প্ল্যাটফর্ম — যার লক্ষ্য বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর