
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ মজুত রাখার দায়ে ছয়টি ফার্মেসিকে জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তনজিম চাকমা এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণোতোষ বণিক উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ও ৫১ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'মানুষের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসাধু উপায়ে ব্যবসার কোনো সুযোগ নেই। ফার্মেসি মালিকদের সতর্ক ও জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান পরিচালিত হয়েছে। সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর