
সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে বুধবার (২০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরার ৭টি উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ২৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে। মাঠপর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদের টহল কার্যক্রমে গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর