
নেত্রকোণার সদর উপজেলার কমলপুর গ্রামের মৃত গোলাপ খাঁর পুত্র আবু সাঈদের পরিবারকে দীর্ঘদিন ধরে বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় মঞ্জুরুল হক গং। আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতার সুবাদে মঞ্জুরুল হক অবৈধ দাপট খাটিয়ে আবু সাঈদের .২৪ শতাংশ জায়গা বাঁশের বেড়া দিয়ে দখল করে তার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল।
গতকাল বুধবার আবু সাঈদের স্ত্রী পারভীন আক্তার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে অংশ নিয়ে তার পরিবারের অবরুদ্ধের বিষয়টি অবগত করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস তাৎক্ষণিক পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশ পেয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং বেড়া অপসারণ করে আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ মহোদয়ের নির্দেশ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে উপজেলার কমলপুর গ্রামের আবু সাঈদের পরিবারকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়েছে।
আবু সাঈদ জানান, তার দাদা গোলাপ খাঁ'র মৃত্যুর পর কমলপুর যোগাটি মৌজায় ৬৯ নং এস.এ খতিয়ানের ২৩০ নং দাগে ৭১ শতাংশের মধ্যে দক্ষিণাংশে .০৬ শতাংশ ও ২৩১ নং দাগে ৭১ শতাংশের মধ্যে দক্ষিণাংশে .১৮ এবং ২২৮ দাগে ৩২ শতাংশের মধ্যে .০৬ শতাংশ, মোট ৩০ শতাংশ ভূমি তার দাদী কেন্তির মা, তার বাবা সুজিত খাঁর নামে ১৪/০৭/১৯৯২ সালে ৪৬২৬ নং হেবা বিল এওয়াজ দলিল করে দেন। তারা উক্ত ভূমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
আবু সাঈদ আরও জানান, ৬৯ নং এস.এ খতিয়ানের ২৩০ নং দাগে ৭১ শতাংশের মধ্যে .০৭ শতাংশ ও ২৩১ নং দাগে ৭১ শতাংশের মধ্যে .১৮ এবং ২২৮ দাগে ৩২ শতাংশের মধ্যে .১৬ শতাংশ, মোট ৪১ শতাংশ ভূমি তার চাচা অজিত খাঁ এবং ফুফু মিছিলের মা'র নিকট থেকে মৃত লাল হোসেনের পুত্র মঞ্জুরুল হক ৩০/০৭/১৯৯২ সালে ৫২৪০ নং সাফ কাওলা দলিল করে নেন। উক্ত ভূমিতে বসতবাড়ি নির্মাণ করে তারাও বসবাস করে আসছেন।
মঞ্জুরুল হক আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি জড়িত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় বিগত ২৪/০৯/২০২২ ইং তারিখে ৬৯ নং এস.এ খতিয়ানের ২৩০ নং দাগে ৭১ শতাংশের মধ্যে দক্ষিণাংশে .০৬ শতাংশ ও ২৩১ নং দাগে ৭১ শতাংশের মধ্যে দক্ষিণাংশে .১৮, মোট ২৪ শতাংশ ভূমি থেকে তাকে উচ্ছেদের হুমকি প্রদান করেন। এর প্রেক্ষিতে বিগত ৩০/১০/২০২২ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৬৬৩/২০২২ নং (অন্য প্রকার) স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা আনয়ন করেন তিনি। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত ৬৬৩/২০২২ নং (অন্য প্রকার) মোকদ্দমায় উক্ত ভূমিতে ১৬/১১/২০২২ ইং তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।
বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কর্তৃক ৬৬৩/২০২২ নং (অন্য প্রকার) মোকদ্দমায় বিগত ১৬/১১/২০২২ ইং তারিখে প্রচারিত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল হক যুগ্ম জেলা জজ ১ম আদালত, নেত্রকোণায় ৭৯/২০২২ নং মিস আপীল দায়ের করেন। বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, নেত্রকোণা বিগত ২৭/০৫/২০২৫ ইং তারিখে মঞ্জুরুল হক কর্তৃক দায়েরকৃত ৭৯/২০২২ নং মিস আপীল মোকদ্দমাটি নামঞ্জুর করেন। বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত সার্বিক পর্যালোচনায় উল্লেখ করেন যে, বিজ্ঞ বিচারিক আদালত যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছেন তা সঠিক ও যুক্তিযুক্ত।
বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, নেত্রকোণা মহোদয়ের বিগত ২৭/০৫/২০২৫ ইং তারিখের আদেশের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে মঞ্জুরুল হক বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত ভূমিতে নিষেধাজ্ঞা চেয়ে ৫২২/২০২৫ নং মোকদ্দমা দায়ের করেন। মঞ্জুরুল হক গং ৬৯ এস.এ খতিয়ানের ২৩০ নং দাগে ৭১ শতাংশের কাতে দক্ষিণাংশে .০৬ শতাংশ ও ২৩১ নং দাগে ৭১ শতাংশের কাতে দক্ষিণাংশে .১৮, মোট ২৪ শতাংশ ভূমি জোর করে বেড়া দিয়ে দখল করে তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিল। তারা তার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও লুটপাটও করেছে।
গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অংশ নিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে অবহিত করা হলে তাৎক্ষণিক নির্দেশে পুলিশ প্রশাসনের মাধ্যমে তার পরিবারকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়েছে বলে জানান আবু সাঈদ।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বিষয়টি অত্যন্ত মানবিক হওয়ায় পুলিশ প্রশাসনের মাধ্যমে অবরুদ্ধ পরিবারটিকে মুক্ত করা হয়েছে।
সর্বশেষ খবর