
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেরে সেরাটা দিতে পারছেন না সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায়, পুরোপুরি বোলিংটাও করার সুযোগ পাচ্ছেন না। তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নাইট রাইডার্স। এতে ৮ রানের জয় পায় বারবুডা ফ্যালকন্স।
এদিন ব্যাট হাতে ১৩ বলে মাত্র ৭ রান করে উসমান তারিকের বলে ক্যাচ আউট হয়েছেন সাকিব। এতে ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। এরপরই বিপর্যয়ে পড়া দলটির পাল্টা লড়াই শুরু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন মিলে গড়েন ৬৯ রানের জুটি।
২০ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৫ রান করেন অ্যালেন। এ ছাড়া ইমাদ ২৭ বলে এক চার ও দুই ছক্কায় ৩৯ এবং শামার স্প্রিংগার ৫ বলে ১০ রান করলে লড়াইয়ের পুঁজি (১৬৭) পায় অ্যান্টিগা।
এদিকে বোলিংয়ে এক ওভারে ২ রানে ১ উইকেট নিলেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম।
লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু পায় অ্যান্টিগা। তবে মাঝে উইকেট হারাতে থাকে তারা। ১১০ রানে ৬ উইকেট হারানো নাইট রাইডার্সের জন্য তখন হার ছিল কিছু সময়ের অপেক্ষা। তবে আশা হয়ে ক্রিজে ছিলেন পোলার্ড। তিনিই মূলত ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন।
২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। ১৯তম ওভারেই পোলার্ড ২২ রান নিয়েছেন। কিন্তু শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৮ রানে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন স্প্রিংগার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর