আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এমন আগ্রহ দেখিয়েছে পিসিবি। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
পিসিবির একটি সূত্র জানায়, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তাহলে বিকল্প হিসেবে পাকিস্তানের ভেন্যুগুলো প্রস্তাব করা হতে পারে। পিসিবির দাবি, দেশটির মাঠগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ম্যাচ আয়োজনের সক্ষমতা রয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এসেছে। সম্প্রতি হিন্দুবাদী কয়েকটি গোষ্ঠীর দাবির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখায় বিসিবি।
বিসিবির পক্ষ থেকে বলা হয়, ভারত যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন দেখা দেয়। এই প্রেক্ষাপটে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি।
বর্তমান সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত রয়েছে মুম্বাইয়ে।
সাজু/নিএ
সর্বশেষ খবর