নবীগঞ্জে ব্যাংক ওটিপি-র ফাঁদে ফেলে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞাতনামা প্রতারকচক্র। ভুক্তভোগী গ্রাহক নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুরের জুলিখা বেগম গতকাল শুক্রবার নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গত ২০ আগস্ট (বুধবার) বিকাল ৪টার দিকে ঐ মহিলার নম্বরে অজ্ঞাতনামা মোবাইল ০১৩৩৭-১৫০৩৩১ থেকে একটি ফোন আসে। ফোনে বলা হয়, তিনি একজন প্রাইম ব্যাংক কর্মকর্তা এবং ভুক্তভোগীর নবীগঞ্জ প্রাইম ব্যাংক অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা জমা হবে। পরবর্তীতে প্রতারক ওটিপি চেয়ে ভুক্তভোগীর মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে ৪৬ হাজার টাকা নিজের নামে স্থানান্তর করে। একপর্যায়ে প্রতারক তার সমস্ত ফোন নম্বর বন্ধ করে দেয়। এই ঘটনায় জুলিখা বেগম নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে জুলিখা বেগম বলেন, "আমি সহজ-সরল ভাবে বিশ্বাস করে ঐ লোককে কোনো নাম জিজ্ঞেস করিনি। তিনি বলেছেন নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার। আমি বিশ্বাস করে তাকে ওটিপি নম্বর দিয়েছি।"
নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মোঃ জাফর ইকবাল জানান, তাদের ব্যাংক থেকে কেউ মহিলার সঙ্গে যোগাযোগ করেননি। প্রতারক চক্র ওটিপি-র মাধ্যমে প্রাইম ব্যাংকের মাই ক্যাশ নামে একটি অ্যাকাউন্ট খুলে তাদের গ্রাহক জুলিখা বেগমের মূল অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার টাকা উত্তোলন করেছে। ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সর্বশেষ খবর