
বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার উদ্যোগে তুরাগ নদী পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে নদীর একাধিক স্থানে অবৈধ দখল, দূষণ, নদীভাঙন ও নদীতে পিকনিকের বর্জ্য অপসারণ, শব্দ দূষণসহ একাধিক সমস্যা চিহ্নিত করা হয়।
শুক্রবার (২২) আগস্ট সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মিরেরগাঁও, সাকাশ্বর, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, কালিয়াকৈরের রঘুনাথপুর, বড়াইবাড়ি বাজার, চাঁপাইর, বাঁশতলি বাজারের বিভিন্ন অংশ নদীপথে পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা।
নদী পরিব্রাজক দলের এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির রিভার ক্যাম্পিংয়ের আহ্বায়ক খন্দকার জাবেদ ছারোয়ার। অংশ নিয়েছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান রাজীব, সহসভাপতি কৃষিবিদ দীন মুহাম্মদ দীনু, মো. মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুল আলম, সাদিকুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল শেখ, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পাঠচক্র সম্পাদক ওয়ালিউল্লাহ সাকিব, নির্বাহী সদস্য ইয়াসিন গাজীসহ প্রায় অর্ধশতাধিক নদীপ্রেমিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ, দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি ও নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সদস্য জাহিদ হাসান ভূঁইয়া, সাংবাদিক মনির হোসেন সরকার, আজিজ মিয়া রুবেল।
পরিদর্শনকালে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী পরিব্রাজক দলের সদস্যরা তুরাগ নদীর বিভিন্ন স্থানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করছে, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করছে। তাদের মতো রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিরা এগিয়ে আসলে বাঁচবে তুরাগ, বাঁচবে নদী।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর