
নবীগঞ্জের বীজনা নদী থেকে মোঃ রিহান (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের মোঃ রুবেল মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যায় রিহান। সকাল ৮টা থেকে নিখোঁজ থাকার পর স্বজনরা সারাদিন খোঁজাখুঁজি চালান। পরে বিকেল ৪টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা-বাবা ও পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, "ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে কেউ আমাদের থানায় অবগত করেনি।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর