
নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (২২ আগস্ট) দলীয় প্যাডে বিএনপি/সাধারণ/৭৭/১৪৪/২০২৫ইং স্মারকে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের অনুলিপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছকে দেওয়া হয়েছে।
এই খবর নবীগঞ্জে পৌঁছলে পৌর বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়। প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদকে মিষ্টিমুখ করানো হয়। এরপর বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। একপর্যায়ে তৃণমূল নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মব সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার অভিযোগ এনে গত মঙ্গলবার (১৮ আগস্ট) পৌর বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে একটি আবেদন করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অভিযোগপত্রটি গ্রহণ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগকারীরা অভিযোগের সাথে তথ্য ও ডকুমেন্ট দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উক্ত পত্রে বলা হয়েছে, ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর