
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত সফরে কলকাতায় এসে পর্যটকদের জন্য দিলেন বিশেষ সুবিধার ঘোষণা। তিনি জানিয়েছেন, এখন থেকে কলকাতা বিমানবন্দর থেকে পর্যটকদের আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না।
শুক্রবার (২২ আগস্ট) বিমানবন্দর থেকে নতুন মেট্রো রুট উদ্বোধনের পর এ কথা জানান মোদি। তিনি বলেন, এখন মাত্র ৪০ টাকায় মেট্রোরেলে চড়ে পর্যটকেরা সহজেই পৌঁছে যেতে পারবেন নিউমার্কেট, এসপ্ল্যানেড কিংবা হাওড়া ও শিয়ালদহ স্টেশনে।
ঘোষণা অনুযায়ী, নতুন রুটের ন্যূনতম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে ভাড়া হবে ৫ টাকা, এসপ্ল্যানেডে যেতে ৪০ টাকা, হাওড়ায় ৫০ টাকা এবং সেক্টর ফাইভে যেতে ৭০ টাকা খরচ হবে।
বাংলাদেশি পর্যটকদের জন্য এ ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তারা সাধারণত কলকাতায় ভ্রমণ বা কেনাকাটার উদ্দেশ্যে গিয়ে নিউমার্কেট এলাকাতেই যাতায়াত করেন। এতদিন এই যাতায়াতের জন্য তাদের বেশিরভাগকে ট্যাক্সির উপর নির্ভর করতে হতো। এতে অনেক সময় বাড়তি ভাড়া এবং চালকদের হয়রানির শিকার হতে হতো। নতুন মেট্রো সুবিধার কারণে এখন তারা সাশ্রয়ী খরচে এবং ঝামেলামুক্তভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
সফরের সময় প্রধানমন্ত্রী মোদি অনুপ্রবেশকারীদের বিষয়েও কড়া অবস্থান ব্যক্ত করেন। তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীরা যুবাদের চাকরি কেড়ে নিচ্ছে, অবকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি বলেন, “অনুপ্রবেশ দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পালাবে।”
তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দলগুলো (ইন্ডি জোট) তুষ্টিকরণের রাজনীতি করছে এবং অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে। বাংলার স্বার্থে এ প্রবণতা রোধ করা জরুরি বলেও মন্তব্য করেন মোদি।
সর্বশেষ খবর