
গাইবান্ধা ও কুড়িগ্রামের সংযোগকারী নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেতুর নিরাপত্তা ইনচার্জ শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় ৩০০ মিটার বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের রাত থেকেই সেতুতে আলো জ্বালানো সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, উদ্বোধনের আগেই সেতুর বৈদ্যুতিক সংযোগের তার চুরি হয়েছিল। ঘটনাটি গোপন রেখে জেনারেটর চালিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এদিকে, আলোকসজ্জাহীন সেতুতে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহনচালকরা বিপাকে পড়েছেন। সম্প্রতি অন্ধকারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক সমালোচিত হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, "সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নেতিবাচক প্রভাব ফেলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সেতু এলাকায় পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর