গাজীপুর মহানগরীতে আলোচিত তুহিন হত্যাকাণ্ডের মামলায় পুলিশের তদন্তে অগ্রগতি ঘটেছে। দীর্ঘ তদন্ত শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ ঘটনায় মোট ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে।
জানা গেছে, গত ৩ আগস্ট গাজীপুর সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৭৩(১)(ক) ধারায় চার্জশিট গঠন করা হয়েছে।
চার্জশিট প্রাপ্তি সম্পর্কে মামলার একজন অভিযুক্ত মোঃ সেলিমকে আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রদান করা হয়েছে। উক্ত নোটিশে তাকে আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য ও অবস্থান জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, তুহিন হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। তবে পুলিশি তদন্তের মাধ্যমে মামলাটির জট খুলতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জিএমপি সূত্র জানায়, মামলার তদন্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর