
ভোলা সদরের শিবপুর ও দৌলতখানের মেদুয়া ইউনিয়নকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
সোমবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। পরে তারা ২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করেন।
শহরের জুগিরঘোল এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।
এলাকাবাসীর অভিযোগ, চলতি বর্ষায় ভয়াবহ আকার ধারণ করেছে মেঘনার ভাঙন। প্রতিদিন গ্রাস করছে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হুমকির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বহু স্থাপনা। অথচ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয়রা জানান, সদরের মেদুয়া থেকে ভোলার খাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন চলছে। এ কারণে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ বলেন, “ভাঙন রোধে ভোলা সদরের ধনিয়া, কাচিয়া ও শিবপুর ইউনিয়নে প্রায় ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। অনুমোদন মিললেই কাজ শুরু হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর