
বরগুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেতাগী উপজেলার চান্দখালী গোল চত্বর/আল্লাহু চত্বরে লে. অরিত্র জ্যোতি মল্লিকের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও বরগুনা ট্রাফিক পুলিশের (৩ সদস্যবিশিষ্ট) সমন্বয়ে যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ কার্যক্রমে ট্রাফিক পুলিশ ও নৌবাহিনী অংশ নেয়। চেকপোস্ট চলাকালীন বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রো, প্রাইভেট কার, ট্যাফে ট্রাক্টর, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স) এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
সরজমিনে দেখা যায়, চেকপোস্ট চলাকালীন তল্লাশি, মামলা, আটক ও জরিমানাকৃত যানবাহনের সংখ্যা ছিল মোটরসাইকেল: ১২১টি, মাহিন্দ্রা: ১টি, বাস: ৩টি, পিকআপ: ৫টি, মাইক্রো: ২টি, প্রাইভেট কার: ৬টি, ট্যাফে ট্রাক্টর: ১টি।
নৌবাহিনীর লে. অরিত্র জ্যোতি মল্লিক বলেন, “আমরা মূলত মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছি। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, চেকপোস্ট চলাকালীন ৮টি মামলার বিপরীতে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা মাত্র) টাকা জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১টি মোটরসাইকেল ও ১টি ট্যাফে ট্রাক্টর জব্দ করে বরগুনা সদর থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযান চলাকালে সাধারণ মানুষকে কৌতূহলী দেখা যায়। কেউ কেউ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নিরাপত্তা বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যৌথ বাহিনীর এই তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবেই চালানো হবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর