
ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন জিনজিরা রহমতগঞ্জ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল দুপুর থেকে শুরু হয়ে অভিযান চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এসময় নিয়মবহির্ভূতভাবে বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগে ৫টি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং ১০টি ভবনের ১৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।
রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে ও ঢাকা জোন ৫/৩ অথোরাইজড অফিসার মো. মেহেদী হাসানের পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন সহকারী অথোরাইজড অফিসার আশিকুর রহমান তালুকদার, প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অভিযানে সহযোগিতা করে ঢাকা জেলা পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার বলেন, "আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ক্ষেত্রে রাজউকের অনুমোদন ও প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তা না হলে সেসব বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখতে হবে এবং তাদেরকে অবশ্যই রাজউকের অনুমোদন নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর