
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।
উল্লেখ্য, দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় প্রদান এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ওঠে।
সর্বশেষ খবর