
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য স্থাপিত একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে নৌ-ডাকাত নয়ন–পিয়াস গ্রুপ। পুলিশের দাবি, হামলাকারীরা পূর্বে লুট করা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার কিছু পর মেঘনা নদীর তীরে অবস্থিত ওই ক্যাম্পের পাশ দিয়ে ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পৌঁছে যায় ডাকাত দল। তারা প্রথমে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এরপর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা অবস্থান নিয়ে গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে ডাকাতরা অন্তত ১০০ রাউন্ড এবং পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশের প্রতিরোধে ব্যর্থ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলারযোগে মতলবের দিকে সরে যায় ডাকাতরা। ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, “পিয়াসের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র ডাকাত এই হামলায় অংশ নেয়। ধারণা করা হচ্ছে, তারা পূর্বে লুট করা অস্ত্রই ব্যবহার করেছে। তবে পুলিশের প্রতিরোধে আমরা নিরাপদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “নৌ-ডাকাতরা দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ক্যাম্প চালুর পর তারা চাপে পড়ে হামলার পথ বেছে নিয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) জামালপুর গ্রামে নতুন এই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এরপর থেকেই নয়ন–পিয়াস ও লালু বাহিনী এর বিরোধিতা করতে থাকে। এ চক্রটি এর আগেও অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পরিচিত।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর