
ফরিদপুরের ভাঙ্গায় খাল থেকে তৃতীয় লিঙ্গের একজনের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত ঐ ব্যক্তি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার আইনউদ্দিন বেপারীর এলাকার বাবু ব্যাপারীর ছেলে মাসুদ ব্যপারী ওরফে টুসু হিজরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ-মল্লিকদী এলাকার একটি খাল থেকে টুসু হিজরার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় আজ সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলার শাহ-মল্লিকদী এলাকায় মোল্লা বাড়ি খালে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই বিষয়ে হিজরা রানী রহিমা জানান, টুসু তিন যাবত নিখোঁজ ছিলেন। আজ সকালে খবর পাই টুসুর মরদেহ ভাঙ্গা থানা পুলিশ উদ্ধার করেছেন। পরবর্তীতে আমরা সবাই ভাঙ্গা থানায় আসি।
এই বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, ভাঙ্গা উপজেলার শাহ-মল্লিকদী এলাকায় মোল্লা বাড়ি খালে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরবর্তীতে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে। আমরা জানতে পরি মরদেহটি মো. মাসুদ ওরফে টুসু হিজরার। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর