
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, ইকো সুন্দরবন প্রকল্পের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা জেলার, সদর উপজেলা হলরূমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিতধি, জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য, সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ।
সভায় সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। সভা শেষে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান গুলো কে পলিথিন প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরন করা হয়। সভায় উপস্থিত প্রতিষ্ঠান দের পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের দূষণ প্রতিরোধে সচেতন করবেন ও পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করবেন বলে অংগীকার করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর