
বিশ্বম্ভরপুরে ৮৬ বোতল মদসহ আটক এক সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ মোঃ জুনায়েদ মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটক জুনায়েদ উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোনা গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে।
র্যাব জানায়, উপজেলায় গত বুধবার রাত ৮ টার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় একটি বাড়ীর সামনে মাদকদ্রব্যসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা ১টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৮৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। মোঃ জুনায়েদ মিয়া (১৯) জব্দকৃত আলামত ৮৬ বোতল অবৈধ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯, সিলেট অতিঃ পুলিশ সুপার(মিডিয়া অফিসার)কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর