
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ সময় রঞ্জু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার উপশহর বাজার এলাকার বারপুর রাস্তার ওপর এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের কদিমপাড়া মহল্লার আব্দুল কাদের প্রামানিকের ছেলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির জানান, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫শ পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রঞ্জু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর