
পঞ্চগড়ে বিএনপির আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা এবং তৃণমূল বিএনপির অসংখ্য নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।
কেন্দ্রীয় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়; এটি আগামী জাতীয় নির্বাচনের জন্য তৃণমূলকে সক্রিয় করার একটি বড় পদক্ষেপ।
তাঁরা আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর