
মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় চলাচলের রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জনদুর্ভোগ নিরসনে দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্যে স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা আলী আশরাফের বাবা জীবদ্দশায় সাধারণ মানুষের সুবিধার্থে ১৩ ফিট জায়গা রাস্তার জন্য দলিলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে পৌরসভার মাধ্যমে সেই রাস্তার মাটি ভরাটও করা হয়। কিন্তু সম্প্রতি আলী আশরাফ সেখানে একটি পাকা গেট নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ইন্তাজ উদ্দিন, কাজী সায়েদুল আলম, মহিউদ্দিন আহমদ, মো. মাহবুবুল আলম উজ্জ্বল সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর