
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নড়াইলে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কলাবাড়ী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বিকেলে কলাবাড়ী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম অলিউর রহমান, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামে গঞ্জে হাটে বাজারে ছড়িয়ে দিতে হবে। দেশের মানুষ পিআর বোঝে না। আমি এই কলাবাড়ীর ১৩টি খুনের বিভেট মিটিয়েছি। আওয়ামী লীগের আমলে খুনের ঘটনায় সব জায়গায় বিএনপির লোকদের নামে মামলা দেওয়া হয়েছে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর