
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমিরুল ইসলাম।
শনিবার বিকেলে বালিজুড়ী ইউনিয়ন মাদ্রাসা মাঠে ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাঁদের নাম ঘোষণা করা হয়।
এই কমিটির সহসভাপতি পদে ফারুক মিয়া, জমিরুল হক, সফিউল আলম, সাজিদ মিয়া, আলী নেওয়াজ মেম্বার, আজির উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনির হোসেন ও জবা মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জয়নাল আবেদিনকে মনোনীত করা হয়েছে।
পরবর্তীতে কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর