
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার সদস্য নিজাম উদ্দিনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি এলাকায় আনসার সদস্যের নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনসার সদস্য সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ থেকে গত ২৭ আগস্ট প্রশিক্ষণ থেকে ছুটিতে নিজ বাড়ি মগটুলা ইউনিয়নের তরফ পাছাইলে আসেন। তিনি ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে। পরে তিনি রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে ২৯ আগস্ট দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের একটি রুমে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে নিজামের নানি সালেমা খাতুন তাকে ঘুম থেকে ডাকার জন্য গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিজামের বাবা সাদেক মিয়াও ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের মামা শফিকুল ইসলাম জানান, নিজাম উদ্দিন ছোটকাল থেকেই তাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছেন। গত তিন দিন পূর্বে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসেন, তবে মামার সাথে দেখা হয়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে ব্যবসার কাজে বাইরে যাওয়ার সময় মা হালেমা খাতুনের চিৎকার শুনে গিয়ে দেখেন ভাগিনা নিজাম উদ্দিন ঝুলে আছেন। পরে নিজামের বাবা স্থানীয় জনপ্রতিনিধি ও থানাকে অবহিত করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর