
পাবনার চাটমোহরে অশ্লীলতা, মাদক ও নগ্নতার প্রতিবাদে এবং মধুচক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাটমোহর উপজেলার নতুন বাজার খেয়াঘাট এলাকায় এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমাজ এই মানববন্ধনের আয়োজন করে।
চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর পৌর যুব দলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, ব্যবসায়ী আলহাজ্ব আরজু, আশরাফুল ইসলাম, আব্দুল মতীন প্রমুখ।
বক্তারা বলেন, চাটমোহরের বিপথগামী কিছু তরুণ-তরুণীর মাদক গ্রহণের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা চাটমোহরের সুনাম ক্ষুণ্ণ করেছে। এই মধুচক্রটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তরুণ ও যুব সমাজকে মাদক গ্রহণ ও অশ্লীল কাজে জড়িত করছে। পরে গোপনে সেসব ভিডিও ধারণ করে তাদের ও পরিবারকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মধুচক্রকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সর্বশেষ খবর