নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করেন সিংড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
৪০ জন প্রান্তিক কৃষকদের জনপ্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর