
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
আজ রোববার এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। আসাদুজ্জামান বলেন, এখন উনি ভালো আছেন। তবে যেটা হয় এ ধরনের একটা ট্রমা বা এ ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু সেজন্য উনার ব্যথার কমপ্লেন আছে। একটু ঘুমের সমস্যা হচ্ছে।
এছাড়া খুব দ্রুত আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে এবং সাতদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
ঢামেক পরিচালক বলেন, ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলছে। আমাদের চিকিৎসকরা নিয়মিত তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ সংগঠনের আরও কয়েকজন নেতা-কর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর