
নরসিংদীর মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রটি ঘুরে দেখেন তিনি। পরে সকাল ১২ টায় তিনি শিবপুরের নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জনাব সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান আইন উপদেষ্টার আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে, ড. আসিফ নজরুল সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য দিতে রাজি হননি। তিনি সকাল এগারোটায় আসেন দ্রুততার সাথে পরিদর্শন শেষ করে চলে যান।
প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ জনাব মো: সোহরাব হোসেন মোল্লা জানান “হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও, এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।স্থানীয় মহলে এই পরিদর্শনকে কেন্দ্র করে নানা আলোচনা ও কৌতুহল দেখা গেছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি,বক্তব্য দেওয়া হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর