
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাথান এলাকায় শাহিনুর বেগম (৫০) নামে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহিনুর বেগমের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রবাসী ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় শাহিনুরের। সোমবার সারাদিন ফোনে যোগাযোগ করতে না পেরে ছেলে প্রতিবেশীদের জানান। পরে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনুরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে শাহিনুর বেগমের সঙ্গে তার প্রাক্তন স্বামী আমিরুল ইসলাম (পাশের কাটাখালি গ্রামের বাসিন্দা) এর বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর থেকে তিনি গোয়ালবাথান এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং ছেলে প্রবাসে থাকায় তিনি একাই বাড়িতে থাকতেন।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহিনুর বেগমকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শাহিনুর বেগম শান্ত ও সরল স্বভাবের ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিজের সংসার নিয়ে একা বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, পারিবারিক দ্বন্দ্ব, পূর্বশত্রুতা অথবা সম্পত্তি নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর