
ঢাকার সাভারে শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার বিকেলে পুলিশের ওই উপপরিদর্শককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ জানায়, ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ বাসা থেকে জোনাইদ নামে এক শিশু অপহরণের শিকার হয়। পরে শিশুটির পরিবার তার খোঁজ না পেয়ে আশুলিয়া থানায় একটি জিডি করে। সেই জিডির তদন্তকারী কর্মকর্তা ছিলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা। পরিবারের দাবি, জোনায়েদের খোঁজের তদন্তের জন্য দুই দফায় ৫ হাজার টাকা নেন ওই পুলিশ। তবে পুলিশ ঘটনা তদন্ত না করায় ভুক্তভোগীর পরিবার র্যাবের সদস্যদের কাছে যায়। পরে র্যাব তদন্ত করে শুক্রবার আশুলিয়ার একটি জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপহরণকারী মোরসালিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে ওসি আব্দুল হান্নান বলেন, শিশু অপহরণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এসআই মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সর্বশেষ খবর