
বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া চারটি অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় দাফনের জন্য দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের হিমঘরে রাখা মরদেহ বুঝে পেয়ে আঞ্জুমান মবিদুল ইসলাম দাফনের উদ্দেশ্যে রাজধানীর জুরাইন কবরস্থানে নিয়ে যায়।
মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হওয়ার পর বরিশুর নৌ পুলিশ তদন্তকারী কর্মকর্তা এএসআই নেছার উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে দাফন করিয়া সম্পন্ন করা হচ্ছে বলে নৌ পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট সন্ধ্যায় বুড়িগঙ্গা থেকে একত্রে হাত বাধা অবস্থায় অজ্ঞাত নারী(৩০) ও পুরুষের(৩৫) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। একই দিন দুপুরে মীরেরবাগ এলাকা থেকে একটি শিশু ও নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট পুলিশ।
মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা বরিশুর নৌ পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। ফরেনসিক ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর