
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ ফজলুল হক মিলন।
তিনি বলেন, "কালীগঞ্জের বিজয় শুধু এই অঞ্চলের বিজয় নয়, এটি হবে পুরো দেশের বিজয়। জনগণের কাছে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে, তবেই আমাদের জয় সুনিশ্চিত হবে।"
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলের উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ফজলুল হক মিলন তার বক্তব্যে আরও বলেন, "সকল ত্যাগ-তিতিক্ষাকে উপেক্ষা করে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সামনের নির্বাচনকে সামনে রেখে আমাদের একত্রে মিলেমিশে কাজ করতে হবে।"
তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের দোরগোড়ায় যাওয়ার এবং দলের আদর্শ ও বার্তা সঠিকভাবে তুলে ধরার নির্দেশ দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, উপজেলা বিএনপির সদস্য আশরাফী হাবীবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, পৌর বিএনপির সভাপতি হোসেন মোহাম্মদ আরমান মাস্টার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান, সাবেক মেয়র লুৎফুর রহমান এবং পৌর বিএনপির সদস্য মোমতাজ উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে এবং নির্বাচনে ফজলুল হক মিলনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। আলোচনা সভা শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ সকল প্রয়াত নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর