
ফরিদপুরের নগরকান্দায় পানিতে পড়ে আবুজর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুজর কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের জোবায়ের মোল্যার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে আবুজর বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিল। সেখান থেকে পানিতে পড়ে গেলে আনুমানিক ১২টার দিকে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানাতে পারব।
এদিকে ফরিদপুর সদর উপজেলার কমলাপুরে পানিতে ডুবে মোরসালিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সে বাড়ির পাশের পুকুর ঘাট থেকে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ফরিদপুর পুলিশ হাসপাতালের পূর্বপাশে একটি পুকুর থেকে মুরসালিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও আলফাডাঙ্গা উপজেলায় আবু তানহা (৩) নামে আরও এক শিশু পানিতে পড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর