
গত দু দিন ধরে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও সুনামগঞ্জ ৩ আসনের(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) জমিয়তে উলামায়ে ইসলাম এর মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফিজ নাজমুল ইসলাম সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোফায়েল আহমদ খান,জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুশ শহীদ,পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজান আহমদ, শাল্লা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, পৌর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তায়েফ আহমাদ,সদর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ,জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ,জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা রিয়াজ উদ্দিন,হাসাউড়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ রওনা দেয়ার পর থেকে সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও সুনামগঞ্জ ৩ আসনের(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) জমিয়তে উলামায়ে ইসলাম এর মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী নিখোঁজ রয়েছেন। সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী,সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকমীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
গাজী নগরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোন রকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর