
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে চুয়াডাঙ্গায় দুটি ফার্মেসি দোকানে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কলেজ রোড ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম।
অভিযান সুত্রে জানাগেছে, নকল, ভেজাল, আনরেজিস্টার্ড , মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ বিক্রির অপরাধে আসিফ মেডিকেল হলকে ৪ হাজার টাকা ও একই অপরাধে মর্তূজা মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল ও জেলা পুলিশের একটি টিম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর