
শেরপুরের নালিতাবাড়ীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের আড়াইআনী বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। তার সাথে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের আল আমীন এন্টারপ্রাইজকে পরিমাপে কম জ্বালানি তেল দেওয়া ও ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ৩০ হাজার টাকা এবং জিহাদ ফুড প্রোডাষ্টকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মার্ক ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আল আমীন এন্টারপ্রাইজের পেট্রোল, অকটেন ও ডিজেলের গুণগত মান পরীক্ষার জন্য স্যাম্পল ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানকালে কয়েকটি জ্বালানী তেল ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর