
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টায় শ্রীবরদী উপজেলার পৃথকস্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জিলেট ব্লেড, জিরা, মদ ও গরু জব্দ করে।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র টহল দল শ্রীবরদী উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ হাজার পিস জিলেট ব্লেড, ১২০ কেজি জিরা, ১ হাজার ৫৫০ পিস সুপারি, ৭ বোতল মদ এবং ৫ টি ভারতীয় গরু জব্দ করে। তবে অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর