
বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এ জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে সেলেসাওরা।
নেইমার ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই দুর্দান্ত খেলেছে তরুণ ব্রাজিল। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে আনচেলত্তির শিষ্যরা নিয়েছে ২২টি শট, যেখানে চিলি সুযোগ তৈরি করতে পেরেছে মাত্র তিনবার।
৩৮ মিনিটে ব্রাজিলের জার্সিতে প্রথম গোল করেন তরুণ এস্তেভাও উইলিয়ান। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেলেসাওরা। ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে এক মিনিটের মধ্যেই গোল করেন লুকাস পাকুয়েতা। এরপর ৭৬ মিনিটে ব্রুনো গিমারেসের গোল চিলির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
ইউরোপের বড় ক্লাবে খেলা তরুণদের পারফরম্যান্সে খুশি কোচ আনচেলত্তি। অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতেও তারা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জয়ে ভরিয়ে দিয়েছে মারাকানার গ্যালারি।
আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
রার/সা.এ
সর্বশেষ খবর