
মানিকগঞ্জ-৩ আসনে নতুন করে পুটাইল ইউনিয়ন যুক্ত হওয়ায় এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) তা গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দ্বাদশ সংসদের ২৬৩ আসনের সীমানা বহাল রেখে ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসন সদর উপজেলার ৭টি ইউনিয়ন এবং সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত ছিল। মানিকগঞ্জ সদর উপজেলায় মোট ১০টি ইউনিয়ন। বাকি ৩টি ইউনিয়ন সিংগাইর উপজেলার সাথে সম্পৃক্ত হয়ে মানিকগঞ্জ-২ আসনের সাথে যুক্ত ছিল। এখন নতুন করে ১টি (পুটাইল) ইউনিয়ন সদর উপজেলার সাথে যুক্ত হলো।
মানিকগঞ্জ-৩ আসনের সাথে পুটাইল ইউনিয়ন যুক্ত হওয়ায় এলাকাবাসীর উদ্দেশ্যে আফরোজা খানম রিতা বলেন, “আমি পুটাইল ইউনিয়নের মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল আপনারা সদর উপজেলার সাথে সম্পৃক্ত থাকতে চান। এজন্য আপনারা দলীয় ফোরাম থেকে নির্বাচন কমিশন পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছেন। আপনাদের এই প্রচেষ্টা আজ সফল হয়েছে। এটি আপনাদের জন্য গৌরবের। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুটাইল ইউনিয়নের মানুষকেও সেই আন্দোলনের অংশীদার হিসেবে চাই। আগামীর নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের হাতিয়ার।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর