
ফিলিস্তিনের গাজায় মুসলিম নিধন ও অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা বড়বাজারের শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হাই।
এসময় বক্তারা বলেন, বিশ্ববাসীর চোখের সামনেই ইজরায়েল একের পর এক বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে শত শত নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইহুদিবাদী শক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও বিক্ষোভ এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক অভিযান পরিচালনার এখনই সময়।
এসময় বক্তারা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিকভাবে গাজার জন্য কাজ করারও আহ্বান জানান। পাশাপাশি তারা ভারত ও মায়ানমারে মুসলিম নিধন ও গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বেই মুসলিম জনগোষ্ঠীকে আজ টার্গেট করা হচ্ছে। তাই একটি বৈশ্বিক ঐক্য গড়ে তোলা ছাড়া মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।
বিক্ষোভ জমায়েতে বক্তব্য রাখেন ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মুতাসিম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর