
নেত্রকোণা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ব্যক্তিগত উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালক), নেত্রকোণার ছেলেদের জন্য ৫ সেপ্টেম্বর দুপুরের উন্নত মানের খাবারের আয়োজন করেন। জেলা প্রশাসক সপরিবারে উপস্থিত হয়ে শিশুদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এর আগে তিনি শিশু পরিবারের মসজিদে ছেলেদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।
এই সুন্দর আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক)-এর ছেলেরা অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসক দীর্ঘ সময় শিশুদের সঙ্গে কাটান এবং ছোট ছোট এতিম শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন। তিনি শিশু পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং এর অগ্রগতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সরকারি শিশু পরিবার, নেত্রকোণার শিশুদের পক্ষ থেকে শিশু-বান্ধব ও মানবিক জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানানো হয়।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, নেত্রকোণা, জনাব আরিফুল ইসলাম সরদার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব রাফিকুজ্জামান; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব সুখময় সরকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব শামীমা ইয়াসমিন; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মুন মুন জাহান লিজা এবং উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর, জনাব আসমা বিনতে রফিক।
সর্বশেষ খবর