
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাওরের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের উপজেলার কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (২০) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন মো. তুহিন (২২) ও মো.রানা (২২)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ১৮ জন বন্ধু-বান্ধব মিলে ৯ টি মোটরসাইকেলে করে হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে আসেন। দুপুরে অষ্টগ্রামে খাওয়া-দাওয়া শেষে আবারও মিঠামইনের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়। আহত তুহিন ও রানাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর