
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদুল আলম পলাশ। গতকাল (৫ই সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক রুহুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের সমন্বিত সিদ্ধান্তক্রমে এই নিয়োগ প্রদান করা হয়।
শৈশব থেকেই জাতীয়তাবাদী পরিবারের আদর্শে বেড়ে ওঠা পলাশ বিশ্ববিদ্যালয় জীবনেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। সে সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক থাকায় ২০০৮-০৯ সাল থেকে বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক লেখালেখি শুরু করেন তিনি। সরকারবিরোধী সমালোচনামূলক লেখালেখির কারণে নানা ধরনের চাপ ও হুমকির মুখেও পড়েছেন বলে জানান তিনি।
ব্লগার হত্যাকাণ্ডসহ ভিন্নমতের ওপর দমন-পীড়নের সময় অনেক ব্লগ বন্ধ হয়ে গেলে তিনি ব্যবসার দিকে মনোনিবেশ করেন। তবে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি নেপথ্যে থেকেও সহযোগিতা করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় আন্দোলনকারীদের সহায়তায় খাবার ও পানি বিতরণে ভূমিকা রাখেন বলে জানা যায়।
বর্তমানে তিনি রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখালেখির পাশাপাশি যুবদলের ঢাকা মহানগরের রাজনীতির সাথেও যুক্ত আছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাজ্জাদুল আলম পলাশ বলেন, “জিয়া সাইবার ফোর্স জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে বাংলাদেশের সাইবার স্পেসকে নিরাপদ ও শক্তিশালী করার কাজ করছে। আমি আমার মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
সর্বশেষ খবর