৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্ববৃহৎ অনলাইন ও অফলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “জিয়া সাইবার ফোর্স” নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে দিবসের প্রথম প্রহরে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং সংশ্লিষ্ট থানা কমিটির নেতাকর্মীরা। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে. এম. হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, সহ-সম্পাদক সাজ্জাদুল আলম পলাশসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতা।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম কমিটির আহ্বায়ক মশিউর রহমান, সদস্য সচিব আরফান আলী রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম, ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সৌরভসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয় পুনর্জাগরণে তাঁর অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লব হিসেবে চিহ্নিত। এই ঐতিহাসিক দিনটি জাতির গণতান্ত্রিক চেতনার প্রতীক এবং অনুপ্রেরণার উৎস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সর্বশেষ খবর