
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা দুলাল চৌধুরীকে একটি অনুষ্ঠানে 'সংখ্যালঘু' আখ্যায়িত ও কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ। শুক্রবার রাতে পৌর শহরের নিলামপট্টি এলাকায় দলের একাংশের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত নালিতাবাড়ীর একটি সভা থেকে শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুঃসময়ে বিএনপির কাণ্ডারি দুলাল চৌধুরীকে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত করে বক্তব্য রাখেন। এসময় তিনি দুলাল চৌধুরী শেরপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না বলেও কটাক্ষ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছেন বক্তব্য দেওয়া বিএনপি নেতা আনোয়ার হোসেন। এসময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর