
নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধরা পড়লেন ইব্রাহিম মোল্যা (৩৮) নামে এক ব্যক্তি। তিনি নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করিয়েছিলেন। নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও, তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল তাঁর সাজানো নাটক। গতকাল ভোরে যশোর থেকে ইব্রাহিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেস ব্রিফিং করেন।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন থানায় অভিযোগ করেন যে, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে। অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন এবং চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর